Good Morning
Loyalty Card
Coming Soon
আমাদের দেশে হাইব্রিড গাড়ি বলতে ব্যাটারি চালিত গাড়িকে বোঝায়।সহজ করে বললে হাইব্রিড গাড়ি হল এমন একটি যানবাহন যাতে একাধিক শক্তির উৎস থাকে।হাইব্রিড গাড়িতে একটি বৈদ্যুতিক মোটর এবং একটি পেট্রোল বা ডিজেল ইঞ্জিন ব্যবহার করে।তবে মূল উৎস হিসেবে গ্যাসোলিন (পেট্রোল বা ডিজেল) ইঞ্জিন থাকে।কারণ গ্যাসোলিন (পেট্রোল বা ডিজেল) ইঞ্জিন থেকে শক্তি পেয়ে ব্যাটারি চার্জ হয় এবং সেই ব্যাটারি দিয়ে মোটরটি চলে।
হাইব্রিড গাড়ি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের মাধ্যমে চার্জ হয় অর্থাৎ , প্রতিবার ড্রাইভার
ব্রেক করলে ব্যাটারিগুলি ব্রেকিংয়ের মাধ্যমে চার্জ হয়। তবে ডিসি টু ডিসি পাওয়ার
কনভার্টার থাকায় ইঞ্জিনটি ব্যাটারিগুলিকেও চার্জ করে থাকে। এছাড়া যেসব গাড়িতে প্লাগ
ইন চার্জ সিস্টেম রয়েছে যেমনঃটয়োটা প্রিয়াস সেগুলো আপনি মোবাইল বা ল্যাপটপের মত
করেও চার্জ দিতে পারবেন।
মূলত আমি আপনাদেরকে কিছু কিছু বেইসিক কথা বলার চেষ্টা করেছি যাতে হাইব্রিড গাড়ি সম্পর্কে কিছুটা ধারণা হয়।
বর্তমান বিশ্বের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই প্রতিটি মেশিন কিন্তু আপডেট হচ্ছে ।
বিজ্ঞানিরা প্রতিনিয়ত সব কিছুকে সহজ ও ঝামেলামুক্ত করার চেষ্টা করছে।যারা হাইব্রিড গাড়ি কিনতে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই ।
একটা সময় কিন্তু সব গাড়ি ইলেক্ট্রনিক গাড়িতে পরিনত হবে তাই আপনাকেও তখন ইলেক্ট্রনিক গাড়ি ক্রয় করতে হবে ।আর অন্যদিক বিবেচনা করলেও দেখবেন হাইব্রিড গাড়ির সুবিধা বেশি।
একটি উদাহরন দিয়ে বোঝানোর চেষ্টা করিঃ
বাজারে একটি নতুন দামি আই ফোন আসলে আমরা বলি নকি যে ,এই মোবাইলের পার্টস কি এভেইলেবল /ডিসপ্লে কি এভেইলেবল নাকি?? আমার মনে হয় না এরকমটা কেও ভাবে । কারন যত আধুনিক ডিভাইস বা প্রযুক্তি আসে সব কিছুই কিন্তু কিছু নতুন নতুন ফিচারস নিয়ে আসে । তাই আমাদের উচিত ধীরে ধীরে এসব প্রযুক্তির সাথে পরিচয় হওয়া।
বর্তমানে কিন্তু হাইব্রিড গাড়ির প্রায় সকল পার্টস আমাদের দেশে পাওয়া যাচ্ছে।সকল দিক বিবেচনা করে আমার মনে হয় আমাদের সবাইকে হাইব্রিড গাড়ির সাথে পরিচয় হওয়া।
আপনাদেরও মতাতের সুযোগ আছে ।তাই অপেক্ষায় থাকলাম।মতামত জানাতে প্রবেশ করুনঃ https://www.hotshotautomotive.com/blog/
ধন্যবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”