Uncategorized

তেলের দাম যে হারে বেড়েছে, দেশে হাইব্রিড গাড়ির বিক্রি নিঃসন্দেহে বাড়বে!

১৩৫ টাকা লিটার! একদম অস্বাভাবিক দাম! এক লাফে ৪৫ টাকা মূল্য বাড়ছে। গাড়ি মেনটেন করা এখন আরো অনেক কঠিন হয়ে গেল। ১৩৫ টাকা অকটেন এ একটা করোলা চালানো মানে ওই টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতে পারবে। আগে ড্রাইভার সহ একটা গাড়ি নিয়মিত ব্যবহার হলে মাসে প্রায় ২৫ হাজার+- টাকা খরচ হতো। এখন সেটা আরো কয়েক হাজার টাকা বাড়বে! তাছাড়া, বিকল্প জ্বালানী হিসেবে হাতে আছে LPG বা CNG। অন্যদিকে, হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি। হাইব্রিড আমাদের দেশ অনেক আগে থেকেই চলছে, বর্তমানে হাইব্রিডের বাজারই দেশে সবচেয়ে বেশি। এছাড়া তেলের দাম বাড়ায় মানুষ এখন আরো বেশি হাইব্রিড কিনবে আসা করা যায়। নন-হাইব্রিড গাড়ি থেকেও আগ্রহ অনেক কমে যাবে। এছাড়া দেশের ইলেকট্রিক গাড়ির মার্কেট এখনো খুব narrow, কয়েকটা মাত্র অপশন আছে। এছাড়াও প্রপার চার্জিং সুব্যবস্থা, সার্ভিসিং ফ্যাসিলিটি না থাকায় মানুষ EV (Electric Vehicle) এর দিকে আগাচ্ছে না। কিন্তু, তেলের এই দাম বৃদ্ধির জন্য দেশের EV মার্কেটের জন্য একটা দরজা খুলে দিলো, আশাকরি নন-হাইব্রিড গাড়ির বাজার দেশে বন্ধ হবে এবং  EV হিট করবে।

মোটকথা, ভবিষ্যতে দেশের বড় একটা ইউজার এখন হবে হাইব্রিড বা EV ইউজার। যাদের ড্রাইভার দিয়ে নন-হাইব্রিড গাড়ি তেলে চালাতো,  তারা হয়তো LPG/CNG তে কনভার্ট করবে। কিছু কিছু মানুষ যারা নিজেরা ড্রাইভ করে বা গাড়িটা সখের তারা হয়তো অকটেনেই স্থির থাকবে।

Leave a Reply