Loyalty Card
Coming Soon
১। সর্বপ্রথম গাড়ি ভালোভাবে চেক করে তারপর আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে স্মরন করে যাত্রা শুরু করবেন।
২। সর্বদা সেইফটি মেইনটেন করে গাড়ি চালাতে হবে। যেমনঃ সিটবেল্ট পরে, ওভার স্পীডিং থেকে বিরত থাকা, ঘনঘন ওভারটেকিং না করা, ইত্যাদি।
৩। গাড়ি সম্পর্কে আগে থেকে ধারণা না নিয়ে গাড়ি চালানো উচিত না।
৪। উচ্চস্বরে গান বাজিয়ে গাড়ি চালাবেন না। এতে আপনার পিছনের গাড়ির হর্ন নাও শুনতে পারেন। এবং আপনির নিজেরেও মাথা ব্যাথা করতে পারে।
৫। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলবেন না।
৬। রাতে ড্রাইভিং করলে আপনার সাথে আরও ১/২ জনকে সঙ্গে নিয়ে বের হবেন। আপনার পাশের জনের সাথে কথা বলতে বলতে ড্রাইভিং করুন এতে ঘুম ও ক্লান্তিভাব দূর হবে। চেষ্টা করবেন রাতে লং জার্নিতে না যেতে। কারণ আমাদের দেশে ডাকাতের প্রবণতা বেড়েই চলছে।
৭। গাড়ির সামনে থাকা মনিটর বা টিভিতে কোনো ভিডিও চালাবেন না গাড়ি চালানো অবস্থায় এতে ড্রাইভারের মনোযোগ নষ্ট হতে পারে ।
৮। অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না।
৯। গাড়ি চালানোর সময় সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত ।
১০। গাড়িতে যাত্রি থাকলে তারাও খেয়াল রাখতে হবে যাতে ড্রাইভারের কোনো সমস্যা না হয় বা এমন কোনো কাজ করা যাবে না যাতে ড্রাইভাবের সমস্যা হয় ।
১১। গাড়ির কোনো সমস্যা হলে রাস্তার একপাশে দাঁড়িয়ে গাড়ি চেক করে নিতে হবে।
১২। সেল্ফ কনফিডেন্স রাখতে হবে। গাড়ি চালানোর সময় অন্য কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা থেকে বিরত থাকুন।
ধন্যবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”