Loyalty Card
Coming Soon
CVT এর পূর্নরূপ হলো CONTINUOUSLY VARIABLE TRANSMISSION। অর্থাৎ এটি অনবরত পরিবর্তন হতে থাকে কিন্তু এতে অন্যান্য ট্রান্সমিশনের মত গিয়ার থাকে না। CVT তে ২টি Pulleys (পুলি হলো গোল চাকার মত একটি লোহার বস্তু পাশের চিত্রে দেখানো হলো) থাকে। ১টি ইঞ্জিনের সাথে যুক্ত অন্যটি চাকার সাথে।এটিতে একটি ফ্লেক্সিবল বেল্ট থাকে যা ২টি Pulley এর সাথে সংযুক্ত।
CVT এর ইতিহাসঃ
CVT সম্প্রতি জনপ্রিয়তা অর্জন করলেও এটি কিন্তু ১৪৯০ সালে লিওনার্দো দা ভিঞ্চি প্রথম ডিজাইন করেছিলেন।মিল্টন রিভস ১৮৭৯ সালে তার স’মিলে এটি ব্যবহার করে এবং তিনি পরবর্তীতে এটি তার গাড়িতেও ফিট করে। এমন করে আরোও অনেকে এটি ব্যবহার করে । সর্বশেষে গাড়ি কোম্পানি সুবারু ১৯৮০ সালে এর কার্যক্রম আবার শুরু করে। এছাড়া বর্তমানে নিশান,হোন্ডা ,অডি আরোও অনেক কোম্পানি এটি ব্যবহার করছে । তবে হোন্ডা কোম্পানির CVT তুলনামূলকভাবে ভালো।
যেই কারণে CVT নষ্ট হতে পারেঃ
CVT এর সুবিধাঃ
CVT এর অসুবিধাঃ
CVT কিভাবে যত্ন নিবেনঃ
ধন্যাবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”