Blogs

আমরা অনেকেই আছি যারা গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স (হাইট) নিয়ে বেশ চিন্তিত

আমরা অনেকেই আছি যারা গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স (হাইট) নিয়ে বেশ চিন্তিত এবং এই সমস্যা থেকে সমাধান ও খুজতে থাকি তাই আজ আমরা বলবো কিভাবে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানো যায়।
১/ হাই স্প্রিং সাসপেনশন : গাড়ির স্টক সাসপেনশন এর কয়েল স্প্রিং যখন পরিবর্তন এর সময় হবে তখন স্টক কয়েল স্প্রিং থেকে বেশি হাইটের স্প্রিং লাগালে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ে।

২/ সাসপেনশন কলার: বলতে গেলে গাড়িতে বাটি লাগানোই হলো সাসপেনশন কলার লাগানো। এতে গাড়ির সাসপেনশন সেটের উপরে অথবা নিচে .৫” থেকে শুরু করে ৩”-৪” পর্যন্ত কলার / বাটি লাগিয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানো যায়।

৩/ এয়ার সাসপেনশন: অনেকেই আছে গাড়িতে বাড়তি আরামের জন্য নিউমেটিক / এয়ার সাসপেনশন ইন্সটল করে। এটার সুবিধা হলো সময় অনুযায়ী প্রয়োজন মত গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমানো বাড়ানো যায়।

অবশেষে বলা যায় গাড়ির হাইট বাড়ালে গাড়ির সৌন্দর্য নষ্ট হয়, হ্যান্ডলিং নষ্ট হয়, গাড়ির ব্যালেন্স নষ্ট হয়।

Leave a Reply