Loyalty Card
Coming Soon
গাড়ির সকল অংশ গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো ৪টি চাকা আর ৪টি চাকার সাথে থাকা ৪টি ব্রেক। গাড়ি চালানোর জন্য চাকা এবং গাড়িকে থামানোর জন্য ব্রেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অনেকেই ৪টি চাকা মাঝে মাঝে চেক করলেও ৪টি ব্রেক চেক করিনা। গাড়ির এলাইনমেন্ট ঠিক রাখার জন্য টায়ার প্রেশার পরিমান মত থাকা উচিত। তার সাথে যদি ব্রেক অয়েল পরিমান মতো না থাকে বা ব্রেক অয়েল খারাপ হয়ে যায় তা আমরা খালি চোখে বুজতে পারি না।ফলে ব্রেক ফেইল বা ব্রেক কম কাজ করতে পারে।
একটি ঘটনা বলি কিছুদিন আগে আমি একটি ট্রাস্টেড শপ থেকে মোবিলের ডট -৪ ব্রেক অয়েল কিনে আনি তার কিছুদিন পরেই আমি হটশট অটোমোটিভ থেকে একটি ব্রেক অয়েল টেস্টার অর্ডার করি ও আচ্ছা বলে রাখা ভালো এই টেস্টারটি দিয়ে কিন্তু আপনি টায়ার প্রেশারও পরিমাপ করতে পারবেন।পরে আমি ব্রেক অয়েলের বোতলটি খুলে ব্রেক অয়েল টেস্টারটি দিয়ে চেক করে দেখি এটি নকল প্রোডাক্ট। আসলে আমাদের দেশের গাড়ির প্রায় অনেক পার্টস এবং অন্যান্য জিনিসগুলো নকল হয়ে থাকে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের কারণে বাজারে এসব নকল পন্য সাপ্লাই করে আসল পন্য বলে কিন্তু পন্যটির বাহিরে থেকে আপনি বুঝতে পারবেন না ।
আজ আমরা কথা বলবো একের ভিতর দুই এমন একটি প্রোডাক্টের। যা দিয়ে আপনি ৪টা চাকার টায়ার প্রেশার ও ব্রেক অয়েল চেক করতে পারবেন।
ব্রেক অয়েল ঠিক আছে কিনা সাধারণত তা খালি চোখে দেখে বুঝতে পারি না। ঠিক ৪টি চাকার টায়ারের থাকা হাওয়া পরিমাপ করার জন্য আমাদেরকে দোকানে যেতে হয়, এতে আমাদের সময় ব্যয় হয়।হটশট অটোমোটিভের আমদানিকৃত প্রডাক্টটি দিয়ে আপনি নিজেই বাসার গ্যারেজে রেখে ৪টি চাকার হাওয়া এবং ব্রেক অয়েল চেক করতে পারবেন। এতে আপনার অতিরিক্ত সময় ব্যয় হবে না।এমনকি ব্রেক অয়েল নকল/আসল কিনা যাচাই করতে পারবেন ।
ব্রেক অয়েল ও টায়ারে প্রেশার পেনের সুবিধাঃ
১। টায়ার প্রেশার চেক করতে পারবেন।
২। ব্রেক অয়েলের বর্তমান অবস্থা কেমন অর্থাৎ ভালো/খারাপ তা নির্ণয় করতে পারবেন।
৩। এটি একটি ডিজিটাল মিটার যার ফলে আপনি একদম নিখুঁত উত্তর পাবেন।
৪।এটি কলমের মতো ছোট হওয়ায় আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন।
ব্যবহারবিধিঃ(টায়ার প্রেশার চেক)
১। অন বাটনটি প্রেস করে পেন অন করুন।
২। টায়ার নজেলের মুখে পেনের নজেলের মুখটি লাগিয়ে হালকা করে চাপ দিন ।
৩। পেনের ডিসপ্লেতে রেজাল্ট দেখা যাবে।
৪। আপনার পছন্দমতো ইউনিট(অর্থাৎ ,PSI,BAR….. )দেখার জন্য বাটন প্রেস করুন।
৫। কাজ শেষে বাটন প্রেস করে পেন অফ করে রাখুন।
ব্যবহারবিধিঃ(ব্রেক অয়েল চেক)
১।পেনের ক্যাপটি খুলে নিন।
২।ডাউন বাটন প্রেস করে পেন অন করুণ।অন করার সাথে সাথে দেখতে পাবেন সবুজ বাতি জ্বলবে।
৩।এবার ব্রেক অয়েলের মধ্য ২-৩ সেকেন্ড ধরে রাখুন। দেখতে পাবেন লাল/সবুজ/হলুদ বাতি জ্বলবে।
৪।ব্রেক অয়েল চেক করার পর মেটাল যুক্ত মুকটি টিসু দিয়ে মুছে রাখুন।
৫।কাজ শেষে পেন অফ করে ক্যাপটি লাগিয়ে রাখুন।
ব্রেক অয়েল এবং টায়ার প্রেশার(২/১) পেনটি অর্ডার করুনঃ https://www.hotshotautomotive.com/product/tire-pressure-gauge-meter-brake-fluid-tester/
ধন্যবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”