Uncategorized

গাড়ির ব্রেক কাজ না করলে অর্থাৎ ব্রেকফেইল হলে যা করবেন

১। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, যে আমি গাড়িকে যেভাবেই হোক থামাতে হবে এবং আপনার সৃষ্টিকর্তাকে স্মরন করুন।

২। ইমারজেন্সি  ইন্ডিকেটর লাইট জালিয়ে দিতে হবে  আপনার পিছের গাড়িকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনার গাড়ি ব্রেক ফেইল করেছে।

৩।গাড়িতে যদি অন্যান্য প্যাসেঞ্জার  থাকলে সকলকে সিট বেল্ট পরিধান করতে হবে।যাতে দূর্ঘটনা হলেও এয়ারব্যাগ ডিপ্লয় হয় কারণ এয়ারব্যাগের সাথে সিটবেল্টের সম্পর্ক রয়েছে।

৪। গাড়িতে অন্যান্য প্যাসেঞ্জার  চিল্লাচিল্লি করা যবে না এতে ড্রাইভার এর কনফিডেন্স কমে যাবে।

৫। আসে পাশের গাড়ি খেয়াল করতে হবে।সম্ভব হলে এক পাশে গাড়ি চালাতে হবে।

৬। এক্সলেটর না চেপে ঘন ঘন ব্রেক প্যাডেল পুশ করতে হবে।

৭। হ্যান্ড ব্রেক আস্তে আস্তে তুলতে হবে কারণ একটানে তুললে গাড়ি স্লিপ করবে।

৮। গিয়ার নিউট্রাল করতে হবে সম্ভব হলে পার্কিং  গিয়ারে নিয়ে আসবেন।

৯। রাস্তার এক পাশে গাড়ি চালানোর চেষ্টা করবেন, খালি কোনো মাঠ থাকলে সেখানে প্রবেশ করে গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করবেন।

১০। আর যদি রাস্তা ফাঁকা থাকে তবে রাস্তার ডিভাইডারে সরাসরি হিট না করে ডানদিকে চেপে  অর্থাৎ ঘষে গাড়ির গতি কমাতে পারেন। কারণ গড়ির থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি।

১১। গাড়ির সব জানালার গ্লাস ও ডোর লক ওপেন করে দিতে হবে।

সময়মতো গাড়ির সার্ভিসিং করুন , ব্রেক প্যাড ও ব্রেক শু প্রয়োজনে চেঞ্জ করুন।  

ধন্যবাদ

কারস ফিড বিডির সাথেই থাকুন

মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই

সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন

Leave a Reply