Loyalty Card
Coming Soon
টায়ার জেল হলো এমন একটি তরল পদার্থ যা কিছুটা আঠালো। এটি টিউবলেস টায়ারে ব্যবহার করা হয় যাতে টায়ার লিক হলেও এটি সেই লিকের ছিদ্র দিয়ে ঢুকে আঠালো তরল বা গামের মত কাজ করে সেই লিকটি বন্ধ করে দেয়।
এটি বিভিন্ন দামের হয়ে থাকে প্রায় ২০০-৫০০ টাকা দিয়ে পেয়ে যাবেন একটি বতল,যা আপনি একটি চাকাতেই ব্যবহার করতে পারবেন।
কিন্তু এটি বেশিরভাগ মানুষ ব্যবহার করতে চায় না । কারন হলোঃ
১। টায়ার জেল ব্যবহার করলে টায়ার ভারী হয়ে যায় ,আর টায়ার ভারী হলে হুইল আর পি এম কমে যায় ফলে হাই পিক-আপ তুলতে হয় তাই মাইলেজ কমে যায়।
২। গাড়ি যখন হাই স্পিডে চলে তখন গাড়ি কাপা-কাপি করে।
তবে এটির সুবিধাও রয়েছে। দূর্গম পথে যখন আপনার গাড়ির চাকা লিক হবে তখন আপনার আসে –পাশে কোনো টায়ার শপ নাও পেতে পারেন , তখন এটি নিজেই সেই লিক ঠিক করে দিবে। যদিও এটি স্থায়ী সমাধান না কিন্তু আপনার দূর্গম পথ অতিক্রম করতে সাহায্য করবে।
আমার মতে, টায়ার জেল ব্যবহার না করে একটি ছোটো স্পেয়ার চাকা রেখে দিতে পারেন গাড়ির পিছনে।