Loyalty Card
Coming Soon
দুর্ঘটনা এড়াতে চালকদের যে বিষয়গুলো জানা জরুরি
সকলেই চায় নিরাপদভাবে চলাচল করতে।দুর্ঘটনা কেও ইচ্ছে করে করতে চায় না কিন্তু এটি হয় আমাদের কিছু ভুলের কারণে । গাড়িতে বসলেই আপনার মনোযোগ শুধু গাড়ির দিকেই থাকা প্রয়োজন ।নতুন গাড়ি চালাতে শিখছেন, এমন মানুষের কাছে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজার। এই অতিরিক্ত উত্তেজনা ডেকে আনতে পারে বিপদ। তাই প্রাথমিকভাবে আবেগ ও উত্তেজনাকে দমিয়ে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে মেনে চলুন কয়েকটি বিষয়।
এবার আসুন জেনে নিই নতুন চালকদের কি কি বিষয় খেয়াল রাখা জরূরীঃ
গাড়ি চালানো শিখতে হলে আপনাকে দিতে হবে সময় এবং মনোযোগ। কারণ তাড়াহুড়ো করে চালাতে শিখলে আপনি এক্সপার্ট হতে পারবেন না। তাই আস্তে ধীরে গাড়ি চালানো শিখতে থাকুন।
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”
ধন্যাবাদ
কার’স ফিড বিডি ও হটশট অটোমোটিভের সাথেই থাকুন।