Uncategorized

আপনার গাড়ির স্টিয়ারিং কাপছে?

কি কি কারণে গাড়ির স্টিয়ারিং কাপতে পারে-

১.হুইল এলাইনমেন্ট ঠিক না থাকলে।

২.টায়ারের কিছু অংশ যদি ফুলে যায়। অর্থাৎ কিছুটা টিউমারের মতো।

৩.ডিস্ক / ড্রাম বাঁকা থাকলে (ওয়ার্কশপে বলে টাল থাকলে)।

৪.সিভি জয়েন্টের সমস্যা হলে।

৫.স্টিয়ারিং র‍্যাক খারাপ হলে বা র‍্যাকে থাকা বুশগুলো ছিড়ে গেলে।

৬.এক্সেলের বিয়ারিং নষ্ট হলে বা এক্সেল খারাপ হলে।

৭.চাকা যদি ভালো করে না লাগানো হয়।

৮.সাসপেনশন খারাপ হলে।

৯.গিয়ার বক্স/ইঞ্জিন মাউন্টিং ছিড়ে গেলেও গাড়ি কাপতে পারে।

১০.এছাড়া বিভিন্ন বুশ থাকে সেগুলো ছিড়ে গেলেও গাড়ি কাপতে পারে।

মোটামুটি এসব কমন সমস্যার কারনে স্টিয়ারিং কাপতে পারে।

আমার  টয়োটা এলিয়েন ২০০৩ গাড়িটি ৬০কিঃমিঃ স্পিড তুললে স্টিয়ারিং অনেক কাপে আবার ৭০ + হলে স্বাভাবিক হয়ে যায়। মূলত আমার গাড়ির এক্সেল খারাপ হয়ে গিয়েছিলো।  পরে রিকন্ডিশন এক্সেল লাগিয়ে নিলাম।  (৭০০০ টাকা দিয়ে কিনেছিলাম)। এখন গাড়ি অনেক স্মুথ😁😁।

একেক ওয়ার্কশপে আমাকে একেক কথা বলেছিলো পরে আমি খুব ভালো একজন মেকানিকের কাছে গেলাম তিনি আমাকে ১০০%  গ্যারান্টি দিয়ে বললেন এটা এক্সেলের সমস্যা।  তাই গাড়ি কাজ করানোর পূর্বে কোন ওয়ার্কশপটি ভালো আগে খবর নিন।নাহলে আপনার টাকা নষ্ট হবে কিন্তু কোনো কাজ হবে না।

হটশট অটোমোটিভ এবং কার’স ফিড বিডির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

©THIS BLOG IS THE PROPERTY OF Hotshot Automotive

Leave a Reply